হাটহাজারীতে ‘ইউএনও’ রুহুল আমিনের যোগদান, আক্তার উন্নেছা শিউলীর বিদায়

0
67

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার পদে রুহুল আমিনের যোগদান, আক্তার উন্নেছা শিউলীর বিদায়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিয়েছেন প্রশাসনের ক্যাডারের দক্ষ ও তরুন কর্মকর্তা রুহুল আমিন। তিনি কাপ্তাই ‍উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সীতাকুন্ডের সহকারি কমিশনার (ভূমি) হিসেবে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেন।

হাটহাজারী নির্বাহী অফিসার হিসেবে কর্মরত (ইউএনও) আক্তার উন্নেছা শিউলী অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পাওয়ায় এ পদে রুহুল আমিনকে পদায়ন করা হয়।

এ উপলক্ষে রোববার হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া আক্তার উন্নেছা শিউলী নবাগত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনকে দায়িত্ব বুঝিয়ে দেন ।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ,সদ্য যোগদানকারি নির্বাহী অফিসার রুহুল আমিনের স্ত্রী ফারজানা শারমিন মৌসুমী, রুহুল আমিন সাহেবের কন্যা আরিশা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৩০তম বিসিএসে প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা রুহুল আমিন ২০১২ সালের ৩ জুন চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। ২০১৬ সালের ১৩ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সীতাকুণ্ডে দায়িত্ব পালন করেন তিনি। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব বিভাগে সিনিয়র সহকারী কমিশনার ছিলেন।

৬ মে কাপ্তাইয়ে ইউএনও হিসেবে যোগদানের চার মাসের মাথায় তাকে বদলি করা হল হাটহাজারীতে।

আলোচিত এ সরকারি কর্মকর্তা একই সাথে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসন পরিচালিত চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে।