হাটহাজারীতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের অভিষেক

0
127

%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%89শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ হাটহাজারী উপজেলার শাখার অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠান গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে হাটহাজারী সীতা কালি মায়ের মন্দিরে আলোচনা সভা ও ধর্মীয় সংগীতাঞ্জলীর আয়োজন করা হয়। অভিষেক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শিপক নাথ। শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্যাম সুন্দর বৈষ্ণব।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট তপন কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া,উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম পালিত টিকলু, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রনী,জন্মাষ্টমী পরিষদর হাটহাজারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শিমুল কান্তি মহাজন,উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমৃত লাল দে, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি ডা: মিলন কান্তি শর্ম্মা,জন্মাষ্টমী পরিষদ উত্তর জেলা যুগ্ন সম্পাদক উদয় সেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশ ও চন্দন নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মানিক কুমার নাথ,স্বপন আচার্য্য,নারায়ন গোস্বামী,ছোটন দাশ,প্রদীপ আচার্য্য, জগদীশ চক্রবর্তী,রুদ্র আচার্য্য,সুমন চৌধুরী,নিকু শীল ও সুজন বনিক প্রমুখ। বক্তারা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যক্রমকে আরো গতিশীল করে মানবতার কল্যাণের জন্য কাজ করার আহবান জানান। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।