হাটহাজারীতে দুর্নীতি প্রতিরোধে শপথ

0
63

মোঃ মহিন উদ্দীন,হাটহাজারী থেকেঃ
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৭ উপলক্ষে হাটহাজারী উপজেলার ফজলুল কাদের চৌধূরী আইডিয়্যাল স্কুল এন্ড কলেজে দুর্নীতি দমন কমিশনের প্রদত্ত নানা কর্মসূচি পালনের অংশ হিসেবে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সোমবার সকাল ১০:১৫ মিনিটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক শপথনামা পাঠ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শপথনামা পাঠ শেষে র‌্যালীটি প্রতিষ্ঠান প্রাঙ্গন থেকে শুরু হয়ে ইছাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভ’মি) মোঃ আরিফুল ইসলাম সরদার। আরও উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী আব্বাস আলী,হাটহাজারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রেজাউল আমিন বাবুল,সদস্য মোঃ আজিজুল ইসলাম,সদস্য কুস্তুরী রাণী সেন,হাটহাজারী অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দীন,অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দীন,স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ আবুল কালাম সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্র রং কসমো ইশকুল এর শিক্ষক মোঃ নুরুল ইসলাম নোবেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ঘুষ লেনদেনই শুধুমাত্র দুর্নীতি নয়,সব ধরনের অনিয়মই বড় ধরনের দুর্নীতি। তিনি কোমলমতি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানান।