হাটহাজারীতে পানি শাহ’র ওরশ ১৯ মার্চ

0
55

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
হাটহাজারীতে খলিফায়ে গাউসুল আযম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়্যদ আমিনুল হক পানি শাহ (ক:)’র ৬১ তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১৯ মার্চ সোমবার মহাসমারোহে ধলই আমিন ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্যে বাদে ফজর খতমে কোর’আন, সকাল ১১ টায় রওজা শরীফে পুস্পমাল্য অর্পণ, বাদে আসর হাদিয়া জুলুছ, বাদে মাগরীব গাউসিয়া আমিনিয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের পরিবেশনায় জিকিরে মোস্তফা ও জিকিরে গাউছে মাইজভান্ডারী (ক:), বাদে এশা মিলাদ মাহফিল, রাত ১০ টা হতে তরতীব অনুযায়ী সেমা মাহফিল, তাবাররুক বিতরণ করা হবে। এছাড়াও উক্ত ওরশ শরীফ সফলকল্পে ১১ সদস্য বিশিষ্ট একটি “ওরশ পরিচালনা কমিটি” গঠন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় আঞ্জুমানে আহমদিয়া আমিনিয়া ফয়েজিয়া রুহানিয়া এন্তেজামিয়া কমিটি। এ দিবসে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ধলই আমিন ভান্ডার দরবার শরীফের বর্তমান মান্যবর সাজ্জাদানশীন শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ মাহবুবুল বশর শাহ সাহেব (ম.জি.আ)। এতে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল আশেক ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আবদে মোস্তফা তারেক।