হাটহাজারীর উন্নয়ন ছাড়া উত্তর চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগানো যাবেনা

0
120

আজ ৯ ফেব্রুয়ারী Newschittagong24.com এ এসেছিলেন হাটহাজারীর বেশ কজন সাংবাদিক…. হাটহাজারীর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিন ঘন্টারও বেশি সময় ধরে বেশ জমপেশ আড্ডা-আলোচনা হয়। এ সময় সাংবাদিক বৃন্দ হাটহাজারীর উন্নয়ন ছাড়া উত্তর চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগানো যাবেনা বলে অভিমত ব্যক্ত করেন।nc24hat নিউজচিটাগাং২৪.কমের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, অধ্যাপক সৈয়দ শাহজাহান, হাটহাজারী প্রেস ক্লাব সহসভাপতি শিমুল কান্তি মহাজন, হাটহাজারী প্রেস ক্লাব সম্পাদক মুহম্মদ মনসুর আলী, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার নূপুর দেব।

অলোচনায় উঠে আসে হাটহাজারীর নানা সম্ভাবনার কথা। হাটহাজারী উত্তর চট্টগ্রামের প্রবেশ দ্বার শিক্ষার তীর্থস্থান এবং প্রচীন সভ্যতার অন্যতম ক্ষেত্র। প্রকৃতিক মৎস, বনভুমি-পাহাড়সহ বহু কিছুর অন্যতম আধার। সুতরাং এ জনপদের যথাযথ পরিচর্যা করা গেলে গোটা উত্তরের চিত্র পাল্টে যাবে। হাটহাজারীর উন্নয়ন ছাড়া উত্তর চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগানো যাবেনা।
পরে তাদের নিউজচিটাগাং২৪.কমের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেয়া হয়।