হাটহাজারীর বহু স্থানে এখন চলাললের মাধ্যম নৌকা

0
103

ছবি-ফয়সাল হোসেন

কয়েক দিনের টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও অস্বাভাবিক জোয়ারের পানিতে দেশের বিভিন্ন নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ভয়াবহ বন্যায় জনদুর্ভোগ পৌঁছেছে ১৩ ই জুন সকাল থেকে হাটহাজারীসহ বিভিন্ন এলাকা, হালদা নদীর পানি আরো বৃদ্ধি পেয়েছে। নতুন করে প্রায় ২০থেকে ২৫ টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে বলে জানা যায়। পানিতে তলিয়ে গেছে ফসলের খেত জ্বলাশয় কয়েশত পুকুর ও দোকান ব্যবসায়ীরা বলছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এক সূত্রে জানা যায় পেস্ককারহাট আলীরাজার মসজিদের পাশ্বে হালদা নদীর ভাঙ্গন দেখা দিয়েছে, বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখা গেছে হাজার হাজার মানুষ পানি বন্দী হয়েছে। যারা পারছে উচু স্থানে বা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে। যানবাহক হিসেবে ব্যবহার করছে ভ্যানগাড়ি, নৌকা, চাঁদের গাড়ি। এদিকে ফতেপুর মেহেরনেগা, নেহালপুর, মাদার্শা, মেখল, ইছাপুর, হাজিরকিল, পেশকারহাট, সুবেদার পুকুরপাড়, রহিম, ছিপাতলী, বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দী হয়ে আছে। এই সমস্ত এলাকার মানুষের জন্য মুম বাতি, কাটের ম্যাচ, খাবার সেলাইন, শুকনো খাবার, পানি ইত্যাদি হাটহাজারী মাটিও মানুষের প্রতি আকুল আবেদন বন্যার্ত অসহায়দের সাহায্য ও ত্রাণ সামগ্রী নিয়ে আসার আহব্বান। কয়েকটা ত্রাণের গাড়ি দেখা গিয়েছে আরো অনেক ত্রাণ প্রয়োজন।