হাটহাজারী আমান বাজারে মি’রাজুন্নবী (দ.) মাহফিল

0
107

গত ৩ এপ্রিল, বুধবার হাটহাজারী আমান বাজার চত্বরে আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে পবিত্র মি’রাজুন্নবী (দ.) মাহফিল আল-আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন, ফকিহে বাঙ্গাল, আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতিত্বে আশেকানে মুস্তফা (দ.) তরুণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভারত কলকাতা দারুল উলুম জিয়াউল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ ক্বারী সাখাওয়াত হোসাইন বারকাতী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন। উপস্থিত ছিলেন মাওলানা সুলতানুল আলম আনসারী, মাওলানা মুহাম্মদ হাসান উদ্দিন আল-কাদেরী, মো. শাহ আলম, মো. রাসেল খান, মো. তারেক আজিজ, মো. রাশেদুল আলম, মো. সোহেল, রাশেদ বাদশা, মিজানুর রহমান প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, রাসুল (দ.) জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হলো মি’রাজ। রাসুল (দ.) আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য বিশেষ ব্যবস্থাপনায় ঊর্ধ্বাকাশে গমন করেন। ঐতিহাসিক সে সফরকে মি’রাজ বলা হয়। শবে মি’রাজের মাধ্যমে আমরা ইসলামের ২য় স্তম্ভ নামাজ পেয়েছি। দুঃখজনক হলেও সত্য যে, সমাজের এক শ্রেণির মুসলমান নামধারীরা মি’রাজ বলতে কিছু নেই বলে আসলেও, তারা আসলে মুসলমান নামধারী মুনাফেক। এ থেকে সতর্ক হওয়ার জন্য সকল মুসলিম মিল্লাতের প্রতি আহ্বান জানান।