হাটহাজারী-নাজিরহাট সড়কে দিনভর যানজট

0
72

%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর যানজট ছিল। এতে করে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এমনকি রোগীবাহী এম্বুলেন্সকে ও দূর্ভোগের শিকারে পরিণত হতে হয়।  সড়ক উন্নয়ন ও সংস্কারের কাজের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
ভ’ক্তভোগীদের সূত্রে জানা গেছে, মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুহুরীহাট এলাকায় সড়ক উন্নয়ন ও সংস্কারের কাজ চলছিল।  এ কারণে চারিয়া নয়াহাট থেকে সরকারহাট পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে নাজিরহাট, ফটিকছড়ি, হাজিরহাট, নারায়নহাট, হেঁয়াকো বাগান বাজার, নানাপুর, যুগীরহাট এবং পার্বত্যজেলা খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষীছড়ি, দীঘিনালা, তাইন্দং, মহালছড়ি, পানছড়িসহ বিভিন্ন এলাকার যাত্রীবাহী গাড়ি ও পন্যবাহী গাড়িকে দীর্ঘ যানজটের পড়তে হয়। উল্লেখিত এলাকার সমূহের যাত্রীদের প্রচন্ড গরমের মধ্যে ঘন্টারপর ঘন্টা গাড়িতে আটকে থাকতে হয়। এতে করে মহিলা শিশু যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এমনকি রোগীবাহী এম্বুলেন্সকে ও যানজটে আটকে পড়তে হয়েছে বলে ভুক্তভোগী যাত্রীরা গণমাধ্যমকে জানান। শুক্রবার সপ্তাহিক সরকারি ছুটির দিন হওয়ায় অনেকে সামাজিক অনুষ্ঠানে যোগদিতে গ্রামে এসেছিলেন। তারা যথাসময়ে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।এমনকি শুক্রবার পবিত্র জুমার দিনে নির্ধারিত মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেনি। সড়ক উন্নয়ন ও সংস্কার কাজের জন্য একদিকে যেমন যানজট সৃষ্টি হয়েছে অন্যদিকে অদক্ষ,আনাড়ী সিএনজি চালকেরা শৃংঙ্খলা না মেনে গাড়ি চালাতে গিয়ে আরো বেশী ভয়াভহ যানজটের সৃষ্টি করেছে। এসব অদক্ষ আনাড়ী চালকদের বৈধ কোন কাগজ পত্র নেয়। ট্রাফিক পুলিশ সাথে মাসিক চুক্তির ভিত্তিতে গাড়ি পরিচালনা করতে গিয়ে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে মহাসড়কে যানজট ও দূর্ঘটনার সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ার কথাও জনশ্রুতি রয়েছে। তাছাড়া মাত্রাতিরিক্ত মালামাল বহন করতে গিয়ে প্রায় প্রতিনিয়ত মহাসড়কে মালবাহী ট্রাক নষ্ট হয়ে গিয়ে ও যানজটের সৃষ্টি হচ্ছে।