হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক

0
69

অস্ত্রসহ গ্রেফতার ১নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে অভিযান চালিয়ে মো. ছারোয়ার হোসেন (২৯) নামের এক জলদস্যুকে আটক করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

দিবাগত রাতে জোড়াখালী এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আটককৃত ছারোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি জলদস্যু হাতকাটা সাদ্দাম বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সূত্র জানিয়েছে, অনেকদিন যাবত হাতিয়ার চরাঞ্চল ও মেঘনা নদীতে জলদস্যু হাতকাটা সাদ্দামের নেতৃত্বে জোনায়েদ, সোহেল, ছারোয়ারসহ একদল দস্যু ডাকাতি করে আসছিল। কিন্তু গত শুক্রবার রাতে ঠেঙ্গারচরে পুলিশ ও কোস্টগার্ডের অভিযানের কারণে তারা লোকালয়ে এসে আত্মগোপন করেছিল। বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা জানান, সন্ধ্যায় জোড়াখালী গ্রামের হাবিব উল্ল্যা সর্দার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জলদস্যু পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দস্যু ছারোয়ারকে আটক করা হয়।