হারিয়ে যেতে পারে সাংহাই শহর

0
64

সাংহাই শহরবৈষ্ণিক উষ্ণতা বাড়ার ফলে দিন দিন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে নিউইয়র্ক ও সাংহাই শহরের কিছু কিছু অংশ পানিতে ডুবে যেতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা।

ইউএস ভিত্তিক গবেষণা সংস্থা, ক্লাইমেট সেন্ট্রাল এর পরিচালিত এক নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এই বছর কার্বন নিরসনের মাত্রা গতবছরের রেকর্ড ভেঙ্গে ফেলেছে বলে শতর্ক করেছেন গবেষকরা। বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি প্রতিরোধে ও এর সাধারণ সমাধান বের করতে সোমবার প্যারিসে আয়োজিত পরিবেশ বিজ্ঞানীদের এক বৈঠকে সংস্থাটি তাদের গবেষণা ফলাফল উপস্থাপন করেন।

বৈঠকে একই সময়ে ওয়ার্ল্ড মেটেরোলোজিকাল ওরগাইনেজশন (ওএমজি) থেকে জানানো হয়েছে, পরিবেশে গ্রিন হাউজ গ্যাসের প্রভাবও গত বছরের রেকর্ড ভেঙ্গেছে। ওমজি’র প্রধান মিশেল জারুয়াদ বলেন, পরিবেশে গ্রিন হাউজ গ্যাসের মাত্রা এতোটা বেড়েছে যে পৃথিবীতে এর প্রভাব প্রায় ১ লাখ বছরের বেশি সময় থাকবে।