হালদা নদীতে মরছে ডলফিন ও মাছ, হুমকির মুখে জীববৈচিত্র্য 

0
338

শফিউল আলম, রাউজান ঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও অবাধে যান্ত্রিক নৌযান চলাচলের ফলে মা মাছ সহ নদীতে থাকা জলজ প্রাণী হুমকির মুখে । গত ১৯ দিনে

নদীতে তিনটি ডলফিন মারা গেছে । প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গহিরা কোতোয়ালী ঘেনা এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে একটি বারু মহল ইজারা নেয় । ইজারা নেওয়ার সময়ে নদী থেকে সাবাল দিয়ে বালু উত্তোলন করার শর্ত থাকলে ও বালু মহল ইজারা নিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে বালুমহলের ইজারাদার । প্রকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী ইজারা নেওয়া বালু মহল ছাড়া ও রাউজান, হাটাহাজারী শতাধিক স্পটে ড্রেজার দিয়ে ও পাওয়ার পাম্প বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা । হালদা নদী থেকে উত্তোলন করা বালু ও নদীর তীর রাউজানের পশ্চিম আবুল খীল, নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া, কচুখাইন এলাকায় গড়ে উফা ইটের ভাটার ইট, বালু ও ইটের ভাটার জন্য মালামাল পরিবহন করছে যান্ত্রিক নৌয়ান দিয়ে । সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, প্রতিদিন হালদাা নদীর রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন, মোকামী পাড়া, সার্কদা, মদুনাঘাট, খলিফার ঘোনা, পশ্চিম আবুল খীল, মগদাই সুইচ গেইটে, আজিমের ঘাট, কাগতিয়া, পশ্চিম বিনাজুরী, দক্ষিন গহিরা, সোনাইরমুখ, অংকুরী ঘোনা, মগাশাস্ত্রী বড়–য়া পাড়া, বদুর ঘোনা, কোতেয়ালী ঘোনা, নদীম পুর, ইন্দ্বিরা ঘাট, পশ্চিম ফতেহ নগর, হাটাহাজারী মেখল, গড়দুয়ারা, মার্দ্রাসা, মাছুয়া ঘোনা, পোড়ালীর মুখ, চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায় ড্রেজার দিয়ে ও পাওয়ার পাম্প বসিয়ে চলছে বালু উত্তোলন । এছাড়া নদীতে জেগে ইঠা হালদার চর, ছায়ার চর থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে যান্ত্রিক নৌযানে করে মাটি ইটের ভাটায় ইট তৈয়ারী করার জন্য পরিবহন করছে । হালদা নদীতে অবোধে ড্রেজার ও পাওয়ার পাম্প বসিয়ে বালু উত্তোলন ও যান্ত্রিক নৌযান চলাচলের কারনে নদীতে থাকা মা মাছ ও বিভিন্ন জলজ প্রাণী হুমকির মুখে । হালদা নদীতে থাকা বিরল প্রজাতির তিনটি ডলফিন মারা গেছে গত ১৯ দিনে । গত ২০ জানুয়ারী শনিবার সকালে হাটহাজারী এলাকার হালদা নদীর সাথে সংযুক্ত গচ্ছাখালী খালে একটি ডলফিন মারা যাওয়ার পর পানিতে ভেসে উঠে । গত ৫ জানুয়ারী একই উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গচ্ছাখালী খালে ম্ষ্টার বাড়ী সংগ্লন্ন এলাকায় নদীতে একটি ডলফিন মারা যাওয়ার পর নদীর পানিতে ভেসে উঠে । গত ২ জানুয়ারী একই ইউনিয়নের একই ওয়ার্ডের সুইস গেইটস্থ এলাকায় একটি ডলফিন মারা যাওয়ার পর নদীতে ভেসে উঠে । এলাকার লোকজন অভিযোগ করে বলেন, নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও যান্ত্রিক নৌযান চলাচল করায় ড্রেজার ও যান্ত্রিক নৌযানের ইঞ্জিলের আঘাতে ডলফিন সহ নদীতে থাকা মা মাছ মারা যাচ্ছে । প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ড্রেজার ও পাওয়ার পাম্প দিয়ে বালু উত্তোলন করা প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা বলেন, হালদা নদীতে রউজানের অংশে গহিরা কোতোয়ালী ঘোনা এলাকায় জেলা প্রশাসক একটি বালু মহল ইজারা দিয়েছে ।হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্বে একাধিকবার অভিযাণ চালিয়ে ড্রেজার আটক ও জরিমানা আদায় করা হয়েছে । হালদা নদীর মা মাছ ও জীব বৈচিত্র রক্ষায় হালদা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্বে অভিযান চালানো হবে ।