হালদা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

0
76

রাউজান উপজেলার পশ্চিম গহিরা এলাকায় হালদা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  রোববার সকাল ১০টায় হালদা পাড়ে অনুষ্ঠিত মানবন্ধনে সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন।
হালদা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন, রাউজান উপজেলার গহিরা এলাকাটি অনেক জনবহুল।  গহিরার বড়ুয়া পাড়া এলাকায় সাম্প্রতিক বন্যার পানিতে নদীর পাড় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।  ফলে এ এলাকার হাজরো মানুষ হুমকির মুখে নির্ঘুম দিন কাটাচ্ছে।  বাঁধ ভেঙে যাওয়ায় এলাকাটি ক্রমান্বয়ে নদীতে পরিণত হচ্ছে।  সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতে ঘরে পানি ঢুকে বসবাসের অযোগ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে।

তারা বলেন,  হালদা পাড়ে বাঁধ নির্মাণ করা না হলে শীঘ্রই গহিরা শান্তিময় বিহারসহ আশেপাশের এলাকা মানচিত্র থেকে মুছে যাবে।  নদী গর্ভে বিলিন হয়ে যাবে।গ্রামটি।  এতে অসহায় মানুষগুলো বসবাসের শেষ আশ্রয়টুকুও শেষ হয়ে যাবে।  অবিলম্বে হালদা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর আলি, নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব সফল বড়ুয়া শ্রেষ্ঠ, অঞ্জন বড়ুয়া, শান্তিময় বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ক্ষেমেশ বড়ুয়া, বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শান্তিজ্যোতিময় স্থবির, আশুতোষ বড়ুয়া, সবুজ বড়ুয়া, বিকাশ বড়ুয়া প্রমুখ।