হাসপাতাল ছেড়েছেন সালাহ উদ্দিন

0
70

ভারতের শিলংয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে নিজেদের হেফাজেত নিয়েছে শিলং পুলিশ।

নেগ্রিমসের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের বরাত দিয়ে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

দুই মাস আগে ঢাকায় নিখোঁজ হওয়ার পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিবের সন্ধান পাওয়া যায়। আচরণ অসংলগ্ন মনে হওয়ায় বাংলাদেশের সাবেক এই প্রতিমন্ত্রীকে সেখানকার পুলিশ হাসপাতালে ভর্তি করে। সেই সঙ্গে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলাও হয় তার বিরুদ্ধে।

সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়ার বিষয়ে প্রথম থেকেই তার দল ও পরিবার থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করা হচ্ছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রথম থেকে বলে আসছে তারা সালাহ উদ্দিনকে আটক করেনি।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাওয়ায় আগামীকাল সালাহ উদ্দিনকে আদালতে হাজির করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।