হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের মৃত্যুবরণ

0
116

কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের মরদেহ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে মিরপুর পল্লবীর নিজ বাসায় নেওয়া হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ নিজ বাসায় নেওয়া হয়। এদিন সকাল ৭টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, শনিবার বাদ জোহর পল্লবীর বাসায় তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ নেত্রকোনায় মোহনগঞ্জে নেওয়ার কথা রয়েছে। সেখানেই মায়ের কবরের পাশে (হুমায়ূন আহমেদের নানী) তাকে দাফন করা হবে।

আয়েশা ফয়েজের ছেলে মুহম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

৮৫ বছর বয়সী আয়েশা ফয়েজ কিছু দিন আগে বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। হার্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।

নিহতের অপর ছেলে আহসান হাবিব জানান, বাদ জোহর মিরপুর পল্লবীর নিজ বাসায় (২৪/৪) জানাজা শেষে নেত্রকোনার মোহনগঞ্জে নানা বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

বড় ছেলে হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।