হেফাজতের বিক্ষোভ

0
56

প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তার না করার প্রতিবাদে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় হেফাজতের ডাকা বিক্ষোভ সমাবেশ চলছে। বিক্ষোভকে ঘিরে আন্দরকিল্লা এলাকায় রণপ্রস্তুতি নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

শুক্রবার জুমার নামাজের পরপর বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

শুক্রবার জুমার আগে থেকে মসজিদ এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মসজিদের গেটসহ পুরো আন্দরকিল্লা এলাকা জুড়ে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। নামাজের পর পর বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে হেফাজতের নেতারা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবি করে বক্তব্য রাখছেন।

প্রসঙ্গত প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে শুক্রবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। গত বুধবার সকালে বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাশেমী। এ সময় নগর সদস্য সচিব মাওলানা জোনায়েদ আল হাবিবসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
নূর হোসেন কাশেমী বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে শুক্রবার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আর এ কর্মসূচি সারাদেশেই পালন করবে হেফাজত ইসলাম।’
হেফাজত আমীর বলেন, ‘একজন অপরাধীকে কোনো বিচার ছাড়া আপনারা কীভাবে ছেড়ে দিলেন? আত্মস্বীকৃত মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা ছাড়া উলামা-মাশায়েখ ও তৌহিদী জনতা শান্ত হবে না। আমরা কোন রাজনৈতিক দাবী করছি না। এটা ঈমান-আক্বিদা ও ইসলামের ইজ্জত-সম্মানের প্রশ্ন। এ বিষয়ে বর্তমানে পুরো জাতি একতাবদ্ধ। একজন অপরাধীকে ছেড়ে দিয়ে পুরো জাতিকে মানসিক আঘাত দিয়ে বিক্ষুব্ধ করে তোলার যৌক্তিকতা থাকতে পারে না। স্বাঘোষিত এই মুরতাদকে গ্রেপ্তার করুন, পরিস্থিতি আপনা আপনিই শান্ত হয়ে যাবে।’
পুলিশ কর্মকর্তারা আইন-শৃঙ্খলার অবনতির আশংকা প্রকাশ করলে আল্লামা শাহ আহমদ শফী বলেন, ‘হেফাজতে ইসলাম সব সময় আইন-শৃঙ্খলা ও শান্তির প্রতি আনুগত্যশীল। আমাদের সকল কর্মসূচী শন্তিপূর্ণভাবেই পালিত হয়ে আসছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচী বাস্তবায়নে আপনারা সহযোগিতা করুন।’