হোটেল সোনারগাঁওয়ের সামনের রাস্তায় দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে

0
73

রাজধানীর কাওরান বাজারের পেট্রোবাংলা কার্যালয় সংলগ্ন হোটেল সোনারগাঁওয়ের সামনের রাস্তায় দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। চলমান এশিয়া কাপে অংশ নেয়া বিদেশী ক্রিকোটরেরা এই হোটেলেই অবস্থান করছেন। প্রত্যক্ষদর্শীরা ককটেল বিস্ফোরণের কথা বললেও হোটেল কর্তৃপক্ষ বলছে বিয়ের অনুষ্ঠান থেকে পটকা ফোটানো হয়। এদিকে ঘটনার র‌্যাব-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে বিস্ফোরক নিক্ষেপকারী কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পরপর হোটেল কর্মীরা পানি দিয়ে বিস্ফোরণস্থল ধুয়ে ফেলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে দুই যুবক হোটেল সোনারগাঁওকে লক্ষ্য করে দুটি ককটেল ছুঁড়ে মারে। ককটেল দুটি বিস্ফোরিত হওয়ার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরমুহুর্তেই মোটরসাইকেলযোগে দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে র‌্যাব-পুলিশের উর্ধ্বতন কমকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রমনা থানার মডেল থানার ওসি মশিউর রহমান জানান, আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে সোনারগাঁও হোটেল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।