হোমিও চিকিৎসার নামে চলছে প্রতারণা: দেখার কেউ নেই

0
124

প্রতারনা
গিয়াস উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার অলিগলিতে বর্তমানে হোমিও চিকিৎসার নামে চলছে সাধারান রোগীদের সাথে সীমাহীন প্রতারণা বানিজ্য। আর এতে প্রায় সময় সাধারান রোগীরা কথিত হোমিও চিকিৎসকের দারস্থ হয়ে প্রতারণার শিকার হচ্ছে। দীর্ঘদিন ধরে পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন হাটে বাজারে ও পাড়া মহল্লার ষ্টেশনে হোমিও চিকিৎসার নামে চলছে রোগীদের সাথে মহা-প্রতারণা। এ নিয়ে কোন ধরনের মাথা নেই স্থানীয় স্বাস্থ্য বিভাগের। স্থানীয়রা অবিলম্বে এসব কথিত হোমিও চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে জোরালো দাবী জানিয়েছেন।

জানা গেছে, পেকুয়া উপজেলার সাত ইউনিয়নে হাতেগুনা কয়েকজন হোমিও চিকিৎসক ছাড়া অধিকাংশ হোমিও চিকিৎসক নামধারীদের শিক্ষাগত যোগ্যতার বালাই নেই। এসব কথিত হোমিও চিকিৎসকদের হোমিও চিকিৎসার নুন্যতম প্রশিক্ষনও নেই। পেকুয়া উপজেলায় হোমিও চিকিৎসক এশোসিয়েশন নামের একটি সংগঠন রয়েছে। এ সমিতির সভাপতি হচ্ছেন ডা: আবুল বশর ও সেক্রেটারী ডা: আশেক উল্লাহ। খোঁজ নিয়ে জানা গেছে, এই দুই জনের হোমিও চিকিৎসা নিয়ে উচ্চতর ডিগ্রী রয়েছে। উপজেলার অলিগলিতে অন্যান্য কথিত হোমিও চিকিৎসকদের কোন ধরনের ডিগ্রী না থাকলেও বেশ দাপটের সাথে হোমিও চিকিৎসার নামে চালাচ্ছে রমরমা প্রতারণা বানিজ্য।

সরেজমিনে পেকুয়ার বিভিন্ন এলাকা ঘুরে হোমিও চিকিৎসার নামে বিস্তর প্রতারণা বিষয়টি উঠে এসেছে। পেকুয়া বাজারের পান বাজার রোড়ের মৃত ডাঃ হারাধান দাশের প্রতিষ্টিত ন্যাশনাল হোমিও ফার্মেসীতে দোকান কর্মচারী লিটন দাশ প্রতিনিয়তই বিশেষজ্ঞ হোমিও চিকিৎসক পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা বানিজ্য শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দোকান কর্মচারী লিটনের হোমিও চিকিৎসা নিয়ে কোন ধরনের প্রশিক্ষন নেই। এরপরেও লিটন ডা: হারাধান দাশের ছেলে বাবলা দাশের প্রভাব বিস্তার করে প্রতিনিয়তই রোগীদের হোমিও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও পেকুয়া বাজারের আরো দুই ব্যক্তি হোমিও চিকিৎসার নামে সাধারান লোকজনের সাথে প্রতারণা চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, পেকুয়া উপজেলার টইটং, রাজাখালী আরব শাহ বাজার, মগনামা কাজী মার্কেট, শিলখালী, বারবাকিয়া ও উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়ায় কিছু লোক হোমিও সিকিৎসার নামে চলছে রোগীদের সাথে রমরমা বানিজ্য।

পেকুয়া উপজেলা হোমিও চিকিৎসক এসোশিয়েশনের সভাপতি ও পেকুয়া বাজারের জার্মান হোমিও হলের মালিক ডা: আবুল বশর জানিয়েছেন, উপজেলায় হোমিও চিকিৎসা নিয়ে প্রতারণা বিষয়টি খোঁজ খবর নেওয়া হবে।

পেকুয়া সরকারী হাসপাতালের ভারপ্রাপ্ত টিএইচও ডা: মুজিবুর রহমান জানিয়েছেন, পেকুয়ার বিভিণœ ইউনিয়নের হোমিও চিকিৎসার নামে আসলেই রোগীদের সাথে প্রতারণা চলছে।