হোয়াইট ওয়াশ লক্ষ্য- মুশফিক, লজ্জা থেকে বাঁচাতে চাই- মাসাকাদজা

0
100

বাংলাদেশ-জিম্বাবুয়ে চট্টগ্রামে শেষ টেস্ট সিরিজে উভয়ের জয়ের ব্যাপারে চুড়ান্ত আশাবাদী

ক্রীড়া প্রতিবেদক:
হোয়াইট ওয়াশের লক্ষ্য- মুশফিক, লজ্জা থেকে বাঁচাতে চাই- মাসাকাদজাবাংলাদেশ-জিম্বাবুয়ে চট্টগ্রামে শেষ টেস্ট সিরিজে উভয়ের জয়ের ব্যাপারে চুড়ান্ত আশাবাদী ব্যক্ত করে মঙ্গলবার জহুর আহম্মদ স্টেডিয়ামে অনুশীলন কালে উভয় দলের খেলোয়াড়দের ফুরফুরে মেজাজে দেখা গেছে। বিশেষ করে সকালের দিকে টাইগার বাহিনী মাঠে নেমে ক্রিকেট ছেড়ে ফুটবলে মগ্ন ছিল বেশি। সেটি লক্ষ্য করা গেছে দলপতি মুশফিকুর রহিমের দুপুরে সংবাদ ব্রিফিংয়ে-এ তিনি চট্টগ্রামে জিম্বাবুয়েকে বধ করে হোয়াইট ওয়াশ উপহার দিবেন বলে সাংবাদিকদের জানান।
দুপুর ২ টায় অনুশীলনের পূর্বে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হেমিল্টন মাসাকাদজা জিম্বাবুয়েকে লজ্জা থেকে বাঁচানোর জন্য সমস্ত শক্তি দিয়ে চট্টগ্রাম জয় করবে বলে বিকেলে মাঠ ছাড়েন। সবকিছু নির্ভর করছে ১২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহম্মদ স্টেডিয়ামের প্লেয়িং টু গ্রাউন্ডের ওপর ।

সে প্রত্যাশার চাপ নিয়ে সকাল থেকেই ক্রিকেট প্রেমীরা এম এ আজিজ স্টেডিয়াম গেইটে ব্যাতিক্রমী উদ্যোগে সময় ও অর্থ ব্যয় করে টিকিট ক্রয় করছেন বাহিনীকে উজ্জীবিত করার প্রয়াসে।