১শ একর জমির বোরো ধান নিয়ে বিপাকে বিশু

0
235

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের পুর্ব গুজরা ইউনিয়নের পুর্ব আধার মানিক এলাকার কৃষক পিযুষ কান্তি চৌধুরী বিশু ১শত একর ফসলী জমিতে বোরো ধানের চাষ করে উৎপাদিত বোরো ধান নিয়ে বিপাকে পড়েছে । বাজারে ধানের মুল্য কম হওয়ায় ধান বিক্রয় না করে ঘরের সামনে উঠানে বস্তাভর্তি করে তেলপাল দিয়ে ডেকে রাখা হয়েছে ধানের বিশাল স্তুপ । গতকাল ১ জুন শনিবার সকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা খাদ্য কর্মকর্তা বিদর্শী চাকমা সরেজমিনে কৃষক বিশুর বাড়ীতে গিয়ে কৃষক বিশুর বিশাল স্তুপ করে রাখা ধান দেখে । কৃষক বিশু থেকে প্রতি কেজি ২৬ টাকা করে ৩ মেট্রিক টন (৩হাজার কেজি) ধান ক্রয় করে । কৃষক পিযুষ কান্তি চৌধুরী বিশু বলেন বোরো ধানের চাষাবাদের মৌসুমে ১শত একর ফসলী জমিতে ২৫ লাখ টাকা খরচ করে বোরো ধানের চাষাবাদ করে । ধান পাকার পর ফসলী জমি থেকে ধান কেটে ঘরে তোলার পর উৎপাদিত বোরো ধান বিক্রয় করতে না পেরে ঘরের সামনের উঠানে ধান বস্তাভর্তি করে তেরপাল দিয়ে ঢেকে স্তুপ করে রাখা হয় । কৃষক বিশু বলেন তার কাছে ২শত ৫০ মেট্রিক টন বোরো ধান রয়েছে । উপজেলা নির্বাহী অফিসার জোনায়দ কবির সোহাগ তার ধানের স্তুপ দেখার পর ৩ মেট্রিক টন ধান ক্রয় করে । অবশিষ্ট ধান খিভাবে বিক্রয় করবেন তা নিয়ে চিন্তায় অস্থির হয়ে রয়েছে কৃষক বিশু। কৃষক বিশু প্রতি বৎসর ১শত একর ফসলী জমিতে আমন, বোরা ধানের চাষাবাদ করে আসছে । তার পৈতৃক ৪ একর ফসলী জমি সহ এলাকার মানুষের মালিকানাধীন জমি বর্গা নিয়ে ১শত একর জমিতে চাষাবাদ করে । কৃষক বিশু দান ক্ষেতের চাষাবাদ ছাড়া ও তার বাড়ীর পাশে ও এলাকায় ১৬টি ১২ একর আয়তনের পুকুরে মাছ চাষ, ঘরের পাশে ১শত ৫০টি উন্নত জাতের গরুর ডেইরী ফার্ম গড়ে তোলেছে । বিশুর ডেইরী ফার্ম থেকে প্রতিদিন ১শত ৫০ লিটার দুধ উৎপাদন হয় । পুকুরের মাছের চাষ থেকে কয়েক লাখ টাকার মাছ বিক্রয় করে কৃষক বিশু। কৃষক বিশুর বাড়ীর আঙ্গিনায় রয়েছে বিভিন্ প্রজাতির ফলের বাগান । ফলের বাগানে আম, জাম , জমরুল, হরিতকি, আমলকি, আমড়া, পেপেঁ, কলা, পেয়ারা , ড্রাগন ফল, আতা, জাম্বুরা, লেবু, লিচু বাগান রয়েছে । কৃষক বিশুর ঘরের উঠানে খাটা বোরো ধানের স্তুপ ও ফলের বাগান, মাছ চাষের পুকুর পরিদর্শন করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জানোয়েদ কবির সোহাগ বলেন একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রক টন ধান ক্রয় করার নিয়ম থাকায় কৃষক বিশুর কাছ থেকে ৩ মেট্রিক টন ধান ক্রয় করেছি । কৃষক বিশু একজন সফল কৃষক। কৃষক বিশুকে চাষাবাদের জন্য উৎসাহ প্রদান করা সরকারের দায়িত্ব হিসাবে কৃষক বিশুর বাড়ীতে এসে তাকে উৎসাহ দিলাম ।