১০১ টন ত্রাণ পাঠিয়েছে মালয়েশীয় রেড ক্রিসেন্ট

0
93
মিয়ানমারে দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০১ টন ত্রাণ পাঠিয়েছে মালয়েশীয় রেড ক্রিসেন্ট।

 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ত্রাণবাহী কার্গো ফ্লাইটটি এসে পৌঁছায়।

 

বাংলাদেশের পক্ষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

তিনি বলেন, মালয়েশীয় রেড ক্রিসেন্ট রোহিঙ্গাদের জন্য ১০১ দশমিক ৫ টন ত্রাণ পাঠিয়েছে।

“এর মধ্যে আছে কম্বল, জেরিক্যান, হাইজেনিক কিট, তারপুলিন এবং ওয়্যার হাউজ তাঁবু। এখন পর্যন্ত আসা ত্রাণবাহী বিমানের মধ্যে এটি সবচেয়ে বড়।”

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে মালয়েশিয়ান রেড ক্রিসেন্টের প্রতিনিধি ভ্লাদিস্লেভ ইসচুক ও চট্টগ্রাম রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

এখন পর্যন্ত বিভিন্ন দেশ ও রেড ক্রিস্টেন্ট মিলে মোট ৪৭৩ টনের বেশি ত্রাণ এসে পৌঁছেছে।

এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, সৌদি আরব একটি বিমানে ৯৪ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে করে ৭৭ টন, ইরান দুটি বিমানে ৬৮ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন এবং মালয়েশিয়ান রেড ক্রিসেন্ট ১০১ দশমিক পাঁচ টন ত্রাণ পাঠিয়েছি।