কাগতিয়ায় ২১ পরিবারের ঘর পুড়ে ক্ষতি কোটি টাকা

0
241

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গোলজার পাড়ার আবদুল আজিজ চৌধুরীর বাড়ীতে ৩১ মার্চ মঙ্গলবার ভোর ৫টার সময়ে অগ্নিকান্ড সংগঠিত হয় । অগ্নিকান্ডে ২১ পরিবারের বসতঘর ও মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায় । অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা হবে বলে স্থানীয়রা ধারনা করছেন । অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাউজান ফায়ার ষ্টেশন ও হাটহাজারী ফায়ার ষ্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্র পাত হয় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা । রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ জানান অগ্নিকান্ডের সংবাদ শুনে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশে রাউজান রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসালুল হায়দার বাবুল,উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আবদুল্ল্রাহ আল মাহমুদ ভুইয়া রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ,রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকায় উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্্িনকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে চাউল, ডাল, তৈল, পেয়াজ, চিনি, চাপাতা, শাড়ী ও লুঙ্গি বিতরন করেন। তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের চাউল, ডাল সহ নিত্তপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা হলেন, মোহাম্মদ আলী, বদিউল আলম ইমতিয়াজ, ফোরকান, ওসমান, সেলিম, শাওন, বাচাঁ মিয়া, আবুল কালাম, বাহাদুর, হাসান, কামাল, জামাল, বেলাল, হোসেন, নুরুল আলম, আলী আহম্মদ,মনির আহম্মদ, নু রনবী, ফজু মিয়া, ফরিদা ।