১/১১ নেপথ্যের কুশীলব রাজনীতিবিদদের ক্ষমা চাওয়া উচিত

0
72

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক-এগারোর নেপথ্যে কারা কুশীলব, কারা কারিগর, কারা মঞ্চে, কারা নেপথ্যে তা একদিন বেরিয়ে আসবে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরে আমরা সূর্যমুখী আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন : দেশ ও গণমানুষের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, রাজনীতি যদি ঠিক হয়, রাজনীতিবিদরা যদি ঠিক থাকেন অন্তত নৈতিকতার প্রশ্নে-তাহলে অশুভ শক্তির যেকোনো ষড়যন্ত্র বা পাঁয়তারা কোনো দিনও সফল হবে না। রাজনীতি ঠিক হলে সব ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, সে সময় বিরাজনীতিকরণের লক্ষ্য হাসিলের জন্য মঞ্চের কুশীলবদের পেছন থেকে সহযোগী হিসেবে রাজনীতিবিদদের মধ্যে যাঁরা সহযোগিতা করেছেন, আজ তাঁদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। আজকেও যদি কেউ আবার আরেকটি এক-এগারোর স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না।
বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম, সাংসদ আখতার জাহান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।