১২টি গর্জন গাছ লুট করেছে দুবৃর্ত্তরা

0
166

ফরহাদ রহমান, উখিয়া টেকনাফ প্রতিনিধি ঃকক্সবাজারের উখিয়া রেঞ্জের উখিয়ার ঘাট বনবিটের ১২টি মূল্যবান গর্জনগাছ লুট করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। একই এলাকায় নতুন করে স্থাপন করা করাত কলে এই গাছগুলো বিভিন্ন আকারে সাইজ করে পাচার করে দেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর অভিযোগ। উখিয়ার সহকারি বন সংরক্ষক এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
জানা গেছে, এ উপজেলার বালুখালীস্থ রির্জাভ উখিয়ার ঘাট মৌজার গাছ লুটপাটের অভিযোগে ইতিপূর্বে উখিয়ার ঘাট বনবিটে দায়িত্বরত বিট কর্মকর্তা মো: শাহজাহানকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করে একই পদে রুহুল আমিনকে বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিলেও উক্ত বিট কর্মকর্তা স্থানীয় বনবিট কার্যালয়ে উপস্থিত না থেকে প্রায় সময় কক্সবাজার সদরে অবস্থান করেন। এ সুযোগে এলাকার দুর্বৃত্তরা ১২টি গর্জন গাছ কেটে রাতারাতি করাতকলে সাইজ করে পাচার দেয়। এব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়ার ঘাট বনবিট কর্মকর্তা রুহুল আমিন বলেন, এগাছ গুলো অনেক আগেই লুটপাট করে নিয়ে গেছে। উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মীর আহমদ জানান, তিনি চট্টগ্রামে অবস্থান করছেন তাই গাছ কাটার ব্যাপারে জানার কথা নয়। উখিয়া সহকারি বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী জানান, তিনি শনিবার উখিয়ার ঘাট মৌজা সরেজমিন পরিদর্শন করে ১২টি কাটা গাছের গোড়ালি সনাক্ত করেছে।