১৩ কোটি টাকা ব্যয়ে সৎসঙ্গ স্মরণী’র নির্মাণ কাজ শুরু

0
58

 ফলক উন্মোচন এর মধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডস্থ সৎসঙ্গ স্মরণী নামে সাড়ে ৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের ফলক উন্মোচন হয়েছে। জাইকার ৯ কোটি টাকা এবং এডিপি’র প্রায় ৪ কোটি টাকা সহ মোট ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে সড়ক ও নালা। ২২ মে বিকেলে ফলক উন্মোচন করে সৎসঙ্গ স্মরণীর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এ উপলক্ষে সৎসঙ্গ বিহার চত্বরে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধি সমাবেশে সভাপতিত্ব করেন সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সভাপতি স: প্র: ঋত্বিক জনার্দন ভট্টাচার্য। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এয়াছিন চৌধুরী আশু। মঞ্চে উপবিষ্ট ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা বেলাল আহমদ, ফয়েজউল্লাহ বাহাদুর, মোরশেদুল আলম চৌধুরী, প্রকৌশলী আশিষ গুহ, সুমন দাশ, দেবাশীষ বিশ্বাস, সুমন দেবনাথ, মাধব দত্ত, তিমির সেন, সঞ্জয় বিশ্বাস ও কার্তিক বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সনাতন ধর্মীয় সম্প্রদায় সহ এলাকাবাসীর স্বার্থে জাইকা ও এডিপির অর্থায়নে সাড়ে ৩ কিলোমিটার রাস্তা ও নালা নির্মাণে প্রায় ১৩ কোটি টাকা ব্যয় করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কাজের গুনগত মান এবং কাজ তদারক করার জন্য এলাকাবাসীকে আহবান জানান মেয়র। তিনি বলেন, কোন ধরনের চাঁদাবাজীর সাথে কাউকে জড়িত হতে দেখা গেলে তাকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, পবিত্র ইসলাম সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। ইসলাম শান্তি, মানবতা ও সম্প্রীতির ধর্ম। পবিত্র ইসলামে জঙ্গী বা সন্ত্রাসীদের কোন স্থান নেই। কাউকে জোড় করে ইসলাম ধর্মে নিয়ে আসার কোন বিধান নেই। সংখ্যালঘু সম্প্রদায়ের যানমান, ইজ্জত, আভ্রু রক্ষার দায়িত্ব পবিত্র ইসলামে রয়েছে। দুর্বলের উপর পবিত্র ইসলাম জুলুম করা সমর্থন করেনা। তিনি সকল ধর্মের অনুসারীদের ধর্মের বিষয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন। মেয়র বলেন, সৎসঙ্গ স্মরণী এলাকায় বিদ্যমান সকল স্থাপনার নামকরণ করে একটি দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করে দেয়া হবে। সৎসঙ্গ বিহার এলাকার পাশে সরকার আইসিটি ভিলেজ নির্মাণ করবে। মেয়র আ জ ম নাছির উদ্দীন সৎসঙ্গ বিহার এলাকায় কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আইটি প্রযুক্তি, কুটির শিল্প ও চিকিৎসা সেবার মত কল্যাণমুখী কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ বলে অবহিত করেন।