১৩ প্রতিষ্ঠানকে অর্থ দন্ড

0
77

১৩ প্রতিষ্ঠানকে অর্থ দন্ডহাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পৌরসভার বাসষ্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বিএসটি আই চট্টগ্রাম এর পরিদর্শক সুমন সাহা সঙ্গীয় পুলিশ নিয়ে পরিচালিত অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে অর্থ দন্ড প্রদান করেছেন।ব্যবসায়ী প্রতিষ্টান গুলো হল লোকমানিয়া হোটেল ২ হাজার,নিউ শাহাজান হোটেল ২ হাজার,ক্যাফে সায়মন হোটেল ৫ হাজার,ফুলকলি ৩ হাজার,দরবার হোটেল ২০ হাজার,মিষ্টির দোকান এ্যাপল বি ৩ হাজার এসব প্রতিষ্ঠানকে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ (২০০৫) ৬ (৩) ধারা মোতাবেক জরিমানা করা হয়েছে। ড্রাগ এ্যাক্ট ১৯৪০ অনুসারে দেবাশীষ সেন ৩ হাজার,বিবি ফার্মেসী জাহাঙ্গীর হোসনকে ৫ হাজার,বিএসটিআই এর অধ্যাদেশ অনুসারে মো: সোলায়মান,পিতা :তফাজ্জল আহম্মদ ১ হাজার,শীতা কালী জুয়েলার্সকে ২ হাজার,মহাসড়কের উপর দোকান বসানোর দায়ে মো:হাসেমকে ৫ হাজার,আবুল কালামকে ৫ হাজার,হারম্ননকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।নির্বাহী কর্মকর্তা অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান।