১৫০ কিমি হেটেঁ পদযাত্রা সামাপ্ত

0
80

রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী রাউজানে দেড়শত কিলোমিটার পায়ে হেটেঁ এলাকার সাধারন মানুষের খোজঁ নিলেন

শফিউল আলম, রাউজান ঃ প্রচন্ড তাপদাহ ও বৃষ্টি কাল বৈশাখীর তান্ডব দমাতে পারেনি সাংসদ ফজলে করিম চৌধুরীর পদযাত্রা । ব্যতিক্রম কর্মসুচি পায়ে হেটেঁ রাউজানের মানুষের ঘরে ঘরে এই কর্মমসুচি গত ১৬ এপ্রিল সোমবার সকাল ৯টার সময় রাউজান পৌর এলাকার পশ্চিম গহিরা সর্তার ঘাট থেকে শুরু করা হয় । পায়ে হেটে শত শত নেতা কর্মীদের নিয়ে সর্তার ঘাট থেকে শুরু করা কর্মসুচি চলাকালে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ইছাপুর সড়ক হয়ে রাউজানের গহিরা দলই নগর, কোতোয়ালী ঘোনা, নোয়াজিশপুর ইউনিয়নের নদীম পুর, পশ্চিম নদীম পুর, ফতেহ নগর, নতুন হাট, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, চিকদাইর, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, জগ্ননাথ হাট, লাঠিছড়ি, হলদিয়া ইউনিয়নের গর্জনিয়া এলাকায় গিয়ে প্রথমদিনের কর্মসুচি শেষ করেন । হলদিয়া ইউনিয়ন পরিষদ ভবনে ও মাঠে নেতা কর্মীদের নিয়ে রাতা যাপন করে । গত ১৭ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টা থেকে পুনায়ায় পায়ে হেটে হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর, ফকির টিলা বাজার,জানিপাথর, ডাবুয়া ইউনিয়নের পুর্ব ডাবুয়া, রামনাথ পাড়া, হাসান খীল, রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্র পাড়া, আদালত ভবন, রাউজান ফকির হাট বাজার, রাউজানে পৌরসভার ৮ নং ওয়ার্ডের জলিল নগর বাস ষ্টেশন, রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান, হরিশখান পাড়া, কেউটিয়া, মাঝিপাড়া, রমজান আলী হাট, বড়–য়া পাড়া, খলিলাবাদ, নাতোয়ান বাগিচা, কদলপুর ইউনিয়নের মীরবাগিচা, আশরফ আলী চৌধুরী হাট, ঈশান ভট্ট্রের হাট, পরীর দিঘির পাড়, লস্কর উজির দিঘির পাড়, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, গৌর শংকর হাট, পাহাড়তলী চৌমুহনী, খান পাড়া, শেখ পাড়া মহামুনি হয়ে পাহাড়তলী ইউনিয়ন পরিষদ ভবনে গত মঙ্গলবার দিবাগত রাতে রাত যাপন করে । গত ১৮ এপ্রিল বুধবার সকাল ৯ টা থেকে পাহাড়তলী ইউনিয়নের কোয়ে পাড়া, পাচঁখাইন, নোয়াপাড়া ইউনিয়নের উভলং, পালোয়ান পাড়া, চৌধুরী হাট, কচুখাইন, সামমাহলদার পাড়া, নোয়াপাড়া পথের হাট, রাজার দিঘির পাড়, কমলার দিঘির পাড়, উরকিরচর ইউনিয়নের মাইজ্যামিয়ার ঘাটা, বইজ্যাখালী, মীরা পাড়া এলাকা হয়ে উরকির চর ইউনিয়ন পরিষদ ভবনে রাত যাপন করবেন ।

১৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টার সময়ে উরকির চর ইউনিয়ন পরিষদ থেকে পায়ে হেটে মীরা পাড়া আবুল খীল, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, মিরধার পাড়া, পুর্ব গুজরা ইউনিয়নের হেয়ারা পাড়া, বড়ছাকুর পাড়া, আধার মানিক, উত্তর গুজরা এলাকা হয়ে পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া বাজার হয়ে বিনাজুরী ইউনিয়নের বিনাজুরী, পশ্চিম বিনাজুরী, রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের মোবারক খীল জামতল, মোবারক খীল হয়ে গহিরা বক্সে আলী চৌধুরী নিজ বাড়ীতে এসে ১শত ৫০ কিলোমিটার প্রাণের টানে পায়ে হেটে রাউজানের মানুষের ঘরে ঘরে কর্মসুচি শেষ করেন । পায়ে হেটে রাউজানের মানুষের ঘরে ঘরে কর্মসুচি চলাকালে সড়কের পার্শ্বে এলাকার নারী পুরুষ দাড়িয়ে থেকে সংসদ এবি এম ফজলে করিম চৌধুরীকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে দেখা যায় । পায়ে হেটে সড়ত দিয়ে যাওয়ার সময়ে রাউজানের বিভিন্ন এলাকায় এলাকার বাসিন্দ্বারা সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী ও তার সাথে থাকা নেতা কর্মীদের শরবত, তরমুজ, ফল, ডাবের পানি দিয়ে আপ্যায়ন করতে দেখা যায় । পায়ে হেটে রাউজানের মানুষের ঘরে ঘরে কর্মসুচি উপলক্ষে রাউজানের বিভিন্ন এলাকার সড়কে নির্মান করা হয়েছে তোরন, বিভিন্ন এলাকায় পোষ্টার ও ফেষ্টুনে ছেয়ে গেছে । পায়ে হেটেঁ রাউজানের মানুষের ঘরে কর্মসুচি চলাকালে পায়ে হেটে সড়ক দিয়ে যাওয়ার সময়ে এলাকার নারী পুরুষ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির সাথে কথা বলে এলাকার উন্নয়ন কর্মকান্ড করায় তাকে অভিনন্দন জানাতে দেখা যায় । এলাকার নারী পুরুষের এলাকার সমস্যা সম্পর্কে ও তাকে অবিহিত করছেন । রাউজানের বিনাজুরী এলাকার জ্যেতি মাইক সার্ভিসের মালিক পুলক বড়–য়া বলেন, সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী রাউজানে ব্যাপক উন্নয়ন কাজ করেছেন । সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্বে যারা কথা বলে তারা সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির শত্রু নয় তারা রাউজান বাসীর শত্রু । পুলক বড়–য়া পায়ে হেটে কর্মসুচি উপলক্ষে চার হাজার পেষ্টার ছপিয়ে নিজ হাতে সারা রাউজানে লাগিয়ে দিয়েছেন বলে পুলক বড়–য়া জানান । পায়ে হেটে রাউজানের মানুষের ঘরে ঘরে কর্মসুচি চলাকালে বিভিন্ন এলাকায় সমাবেশে বক্তব্য প্রদান কালে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী বলেন, আমি রাউজানে যে সব উন্নয়ন কাজ করেছে তা স্বচক্ষে দেখা ও এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সুখ দুখের খোজ খবর নিতে এই কর্মসুচিঁর আয়েজন করেছি । রাউজানের যেখানে পায়ে হেটে গিয়েছি সেখানে রাউজানের সাধারন মানুষ আমাকে তাদের মনের ক্ষোভ এলাকার সমস্যা সর্ম্পকে ও এলাকার উন্নয়ন কর্মকান্ডের জন্য অভিনন্দন জানিয়েছেন । পায়ে হেটে রাউজানের মানুষের ঘরে ঘরে কর্মসুচি সফল করতে রাউজানের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা কর্মী আমার সাখে দেড়শত কিলোমিটার হেঁেট কর্মসুচিকে সফল করেছেন তাদের অভিননন্দন জানান সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী । পায়ে হেটে রাউজান কর্মসুচি চলাকালে হাজার হাজার মানুষ কর্মসুচিতে অংশ গ্রহন করে সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর সাথে পায়ে হেটে^ রাউজানে ঘেুরে বেড়াচ্ছেন । পায়ে হেটে রাউজান কর্মসুচি চলাকালে প্রচন্ড তাপদাহ, গত মঙ্গলবার বিকালে বুষ্টি ও কাল বৈশাখীর দমকা হাওয়া চলার সময়ে সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী প্রচন্ড তাপদাহের মধ্যে বৃষ্টিতে ভিজে সড়ক দিয়ে নেতা কর্মীদের নিয়ে হেটে কর্মসুচি চালিয়ে যেে দেখা যায় । পায়ে হেটে রাউজানের মানুষের ঘরে ঘরে কর্মসুচিতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শত শত নেতা কর্মী অংশ গ্রহন করেন ।