১৬ এপ্রিল বেতাগী আস্তানা শরীফে বিনামূল্যে চিকিৎসা সেবা

0
92

দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব সৈয়দুল আজম আল্লামা হাফেজ হাকিম মুহাম্মদ বজলুর রহমান রহমাতুল্লাহির ইছালে ছাওয়াব মাহফিল,বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আন্জুমানে রহমানিয়ার ৩২ তম বার্ষিক সম্মেলন উপলক্ষে
লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্থায়ী প্রকল্প লায়ন্স হযরত শাহ জিল্লুর রহমান(রহঃ) আই সেন্টার,বেতাগী আন্জুমানে রহমানিয়ার আয়োজনে লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন – চট্টগ্রাম ইউএসটিসি ব্রাঞ্চ,ডি.আর.আর.এ ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ১৬ এপ্রিল,২০১৯ মঙ্গলবার সকাল ৯:৩০ হতে বেলা ৩টা পর্যন্ত বিশেষঞ্জ চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা(শিশু,গাইনি,চর্ম,ও মেডিসিন),বিনামূল্যে চক্ষু শিবির ,ফ্রি ফিজিওথেরাপী চিকিৎসা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে । সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করার জন্য অনুরোধ করা হলো ।