নারী উদ্যোক্তারা সিঙ্গেল ডিজিটে ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছে

0
47

ঋণের ক্ষেত্রে নারী উদ্যোক্তারা সরকারের সর্বাধিক অগ্রাধিকার পাচ্ছে। এক সময়ে নারী উদ্যোক্তা তো দুরের কথা, সাধারণ মানুষও ব্যাংকে যেতে ভয় পেতো। সরকারের সহজ নীতির ফলে ভীতিকর পরিস্থিতি কাটিয়ে উঠে এখন নারী উদ্যোক্তারা সিঙ্গেল ডিজিটে ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছে।

উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে আয়োজিত ১১ঃয ওহঃবৎহধঃরড়হধষ ডড়সবহ’ং ঝগঊ ঊীঢ়ড় ইধহমষধফবংয ২০১৭ এর অভ্যন্তরে ২১ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ৪ঃয ঝগঊ ইধহশরহম গধঃপযসধশরহম ঋধরৎ ২০১৭এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম এর বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এই কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের অর্থনীতিকে কার্যকরভাবে সচল রাখতে নারী পুরুষের সমানভাবে উন্নয়ন অত্যন্ত জরুরী। উইম্যান চেম্বার ’এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, ব্যাংকগুলো নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে আরো বেশী আন্তরিক হওয়া জরুরী। নারী উদ্যোক্তা উন্নয়নে ব্যাংক ঋণ সহায়তা সহজলভ্য করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে। সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম এর মহা-ব্যবস্থাপক রাহেনা বেগম চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ৪ঃয ঝগঊ ইধহশরহম গধঃপযসধশরহম ঋধরৎ আয়োজনকে সময়োপযোগী আখ্যায়িত করে সকল ব্যংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানকে আরো অধিকহারে অংশগ্রহনের আহবান জানান।

সভপতির বক্তব্যে প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, ঋণ গ্রহনের ক্ষেত্রে গ্রেস-পিরিয়ড প্রথা প্রচলনের আহবান জানিয়ে বলেন ঋণ গ্রহনের পরবর্তী মাসেই ঋণের টাকা পরিশোধ নারী উদ্যোক্তাদের জন্য অত্যন্ত দুষ্কর হয়ে পড়ে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উইম্যান চেম্বার ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডব্লিওসিসিআই এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রুহী মোস্তফা ও উইম্যান চেম্বার প্রাক্তন সিনিয়র ভাইস-প্রেসেডিন্ট খালেদা এ আউয়াল। ধন্যবাদ জ্ঞাপন করেন ি উইম্যান চেম্বার প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আইভি হাসান।

বাংলাদেশ ব্যাংক এর সহযোগিতায় এসএমই ব্যাংকিং সেবা উদ্যোক্তাদের মাঝে সরাসরি পৌঁছে দিতে এই মেলা ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।