২শত ৫২ টি ঘর উপকার ভোগীদের কাছে হস্তান্তর

0
78

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ জমি আছে ঘর নেই প্রধান মন্ত্রীর প্রকল্পের আওতায় নির্মান করা ২শত ৫২ টি ঘর উপকার ভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে । রাউজানের ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২টি করে জমি আছে ঘর নেই প্রধান মন্ত্রীর প্রকল্পের আওয়তায় প্রতিটি ঘর একলাখ টাকা করে ২শত ৫২টি ঘর নির্মান করা হয় । নির্মান কাজ শেষ হলে নির্মিত ঘরগুলো উপকার ভোগীদের কাছে হস্তান্তর করা হয় । ৭ নভেম্বর বুধবার দুপরে রাউজান উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগের সঞ্চালনায় নব নির্মিত ঘর হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল। অনুষ্টানে নির্মান করা ২শত ৫২টি ঘরের চাবি ও একটি করে ছাদর উপকার ভোগীদের হাতে তুলে দেয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী ও জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন ।