২০২০ অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়েছে জাপানের রাজধানী টোকিও

0
114

২০২০ অলিম্পিকঅবশেষে ২০২০ অলিম্পিক ও প্যারাঅলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়েছে জাপানের রাজধানী টোকিও। স্পেনের রাজধানী মাদ্রিদ ও তুরস্কের ইস্তাম্বুলকে ভোটে হারিয়ে তারা বৈশ্বিক এই প্রতিযোগিতার আয়োজনের কৃতিত্ব অর্জন করেছে।

বিশ্বের সবচেয়ে বড় এই আসরের আয়োজক বেছে নিতে শনিবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ভোটাভুটিতে করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আইওসির চূড়ান্ত পর্বে ৬০ ভোট গেছে টোকিওর ভাগ্যে আর ৩৬ ভোট পেয়েছে ইস্তাম্বুল। তবে ভোটাভুটির প্রথম পর্বেই বাদ পড়ে যায় মাদ্রিদ।

যদিও ২০১৬ অলিম্পিকের আয়োজক হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরো। কিন্তু সেখানে আয়োজক তালিকার ভোটাভুটিতে এগিয়ে ছিল টোকিও। কিন্তু ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়েছে তারা।সূত্র : জিনিউজ –