২০ এপ্রিল থেকে রোগীরা ব্যবহার করতে পারবে ১০ ভেন্টিলেটর

0
161

জেনারেল হাসপাতালে সরকারের দেয়া ১০ ভেন্টিলেটরসহ আইসিইউ বেড সোমবার (২০ এপ্রিল) থেকে রোগীদের সেবা দিতে ব্যবহার করা যাবে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, সরকার থেকে ভেন্টিলেটরসহ যে আইসিইউ বেড প্রদান করা হয়েছে আশা করছি, আগামী সোমবার থেকে আমরা তা চালু করতে পারবো।

এছাড়া চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতাল থেকেও আইসিইউ সেবা দিতে পারবো।

এসময় তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেও করোনা পরীক্ষার ল্যাব চালু করা হচ্ছে। এটি চালু হলে আরও বেশি বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে করোনা শনাক্তের পরীক্ষা শুরু। এখন পর্যন্ত ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।