২৪ অক্টোবর প্রেস ক্লাবে দিনব্যাপী মেমোরী উৎসব

0
79

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত মেমোরী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের ১৮ বছর পূতি উপলক্ষে দিনব্যাপী মেমোরী উৎসব আগামী ২৪ অক্টোবর শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় উৎসব উদ্বোধন করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষ (চউক)’র সচিব তাহেরা ফেরদৌস বেগম। এতে অতিথি থাকবেন প্রফেসর রওশন আকতার হানিফ। বিকেল ৪টায় ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ, বিশেষ অতিথি চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু অংশ নেবেন। সাবেক সংসদ সদস্য ও চাকসু ভিপি মজহারুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন ডঃ সেলিম জাহাঙ্গীর, শাহ ছৈয়দ শাহজাহান সজীব, অধ্যাপিকা বদরুননেসা সাজু। উৎসবে তথ্য ও প্রযুক্তির পৃষ্ঠপোষক হিসেবে ১০ জন গুণী ব্যাক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে। তারা হলেন- হযরত সূফী মওলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, অধ্যাপক হামিদুল হোসেন সিদ্দিকী, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন, অধ্যাপক বাহার উদ্দিন মোহাং জোবায়ের, মোহাম্মদ আজিজ উদ্দিন, মাহবুবা বেগম, সেলিনা আকতার, মোহন লাল বিশ্বাস। দিনব্যাপী মেমোরী উৎসবে তথ্য প্রযুক্তির উপকরণ কম্পিউটার পরিচিতি, ব্যবহার বিধি সম্বন্ধে মৌলিক ধারণা, কম্পিউটার প্রশিক্ষণ আলোচনা, গিফট ও ফ্রি ইমেইল আহডি, ফ্রি আইটি ইনফরমেশন প্রদান সহ সন্ধ্যা ৬টায় সন্দীপনা সাংস্কৃতিক ফোরামের উদ্যেগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এম সি টি আই চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম উৎসবের সফলতা অর্জনে সকলের সহযোগিতা কামনা করেছেন।