২৮ অক্টোবর নগর আওয়ামী লীগ লালদিঘীর মাঠে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে

0
73

বিএনপি ও আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করায় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
আওয়ামী লীগ চ
এদিকে ২৮ অক্টোবর নগর আওয়ামী লীগ লালদিঘীর মাঠে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। নগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল বলেন, ‘২৮ অক্টোবর লালদিঘী মাঠে জনসভা করা হবে। এছাড়া বিরোধীদলের নৈরাজ্য মোকাবেলায় প্রতিদিন নগরীর ২৪টি পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান করবেন।’

বিএনপি ও আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করায় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।শনিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ উল হাসান।

একই স্থানে বিএনপি-আওয়ামী লীগ সমাবেশ ডাকায় বুধবার বিকেলে সিএমপি কমিশনার বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সমগ্র চট্টগ্রাম মহানগরীতে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এরপর বৃহস্পতিবার রাতে দু’পক্ষের সঙ্গে আলোচনা করে সমোঝতার ভিত্তিতে সমাবেশের অনুমতি দেয় সিএমপি।