৩৫ কোটি টাকা ব্যয়ে রাউজান কাউখালীর সড়কের উন্নয়ন

0
156

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা সদর ডাকবাংলো ভবন থেকে শুরু হওয়া শহীদ জাফর সড়কটি রাউজান পৌরসভার সুলতান পুর, আদালত ভবন, ছত্রপাড়া, ডাবুয়া ইউনিয়নের হাসান খীল, রোয়াইঙ্গা বিল, পুর্ব ডাবুয়া, হলদিয়া ইউনিয়নের জানিপাথর, গলাচিপা, পাচঁপুকুরিয়া, বৃকবানুপুর, বৃন্দাবন হয়ে রাউজানের পাশর্^বর্তী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ডাবুয়া পাড়া হয়ে সড়কটি পাহাড়ী দুর্গম এলাকায় গিয়ে শেষ হয় । শহীদ জাফর সড়ক দিয়ে প্রতিদিন রাউজান ও কাউখালী উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে । শহীদ জাফর সড়কটি সড়ক ও জনপথ বিভাগ রাউজান উপজেলা সদর থেকে বৃকবানুপুর পর্যন্ত কার্পেটিং করে । শহীদ জাফর সগক দিয়ে প্রতিদিন শত শত সিএনজি অটোরিক্সা ও বৃকবানুপুরে গড়ে উঠা কয়েকটি ইটের ভাটা থেকে ইট, ইটের ভাটায় জালানী কাঠ পরিবহন করে ট্রাকে করে । বর্ষার মৌসুমের পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে সড়কটি বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ হয় । শহীদ জাফর সড়কের ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া খালের উপর রোয়াইঙ্গা ব্রিজের পাশের্^ খালের ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে । হলদিয়া ইউনিয়নের বৃকবানুপুর চেউঙ্গা খালের উপর ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় লোহার পাটাতন বসিয়ে ঝুকিপুর্ন ভাবে যানবাহন চলাচল করছে । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় ৩৫ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ শহীদ জাফর সড়ক উন্নয়নের কাজের টেন্ডার আহবান করা হয়েছে বলে রাউজানের হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম জানান ।সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহম্মদ জানান টেন্ডারের মাধ্যমে শহীদ জাফর সড়কের উন্নয়ন কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স চৌধুরী এন্টার প্রাইজ । সড়কের উন্নয়ন কাজের কার্যাদেশ পেলে ঠিকাদারী প্রতিষ্টান সড়কের নির্মান কাজ শুরু করবে বলে জানান রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল ।