৩ সিটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ইসির চিঠি

0
70

আসন্ন সিটি নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৯ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখাতে বিদ্যুৎ, জ্বালালি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির উপ সচিব (সাধারণ) মোহাম্মদ ইসরাইল হোসেন স্বাক্ষরিত এ চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, আগামি ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন, দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট ২ হাজার ৭০১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এজন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ তিন সিটি করপোরেশন এলাকায় নির্বাচনের আগের দিন অর্থাৎ ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৯ এপ্রিল বিকেল ৪ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা জরুরি।

তিন সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ভবন এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনিস্টিটিউট, গভ. প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস-তেজগাঁও কার্যালয়ে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহ রাখতেও বলা হয়েছে ওই চিঠিতে।