৪০৭ কিলোমিটার পথ চলবে এক চার্জে

0
76

ইলেকট্রিক কার নিয়ে লম্বা দূরত্বে জায়গা যায় না। এমন অভিযোগ অনেকেরই। এবার এই অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক চার্জে টানা ৭২৮.৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়লেন দুই তরুণ। গাড়িটি ছিল টেসলার ইলেকট্রিক কার। মডেল এস পি৮৫ডি।
৪০৭ কিলোমিটার পথ চলবে এক চার্জে
যদিও টেসলা দাবি করেছিল এস পি৮৫ডি মডেলের ইলেকট্রিক কারটিতে একবার চার্জ দিলে ৪০৭ কিলোমিটার পথ চলবে। কিন্তু বাস্তবে এর দ্বিগুণ পথ পাড়ি দিতে সক্ষম হলো গাড়িটি।

ডেনমার্কের নাগরিক নাইল্যান্ড এবং তার বন্ধু মরগ্যান মিলে টেসলার ইলেকট্রিক কার নিয়ে ভ্রমণে বের হয়। গাড়িটির গতি ছিল গড়পড়তায় ৪০ কিলোমিটার। তারা পথে মাত্র এক ঘণ্টার বিরতি দিয়ে ১৮ ঘণ্টা ৪০ মিনিট একটানা গাড়ি চালায়। ব্যাটারিতে চার্জ শেষ না হওয়া পর্যন্ত তারা গাড়িটি চালাতে থেকে। ব্যাটারি নিঃশেষ হলে তাদের পথের দূরত্ব হয় ৭২৮.৭ কিলোমিটার।