৪১ টি ওয়ার্ডে ২৫ হাজার গাছের চারা বিতরণ করলেন মেয়র

0
79

মেযর চারা বিতরণ

ব্রিটিশ আমেরিকান টোবাকো’র সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ৪১ টি ওয়ার্ডে ২৫ হাজার গাছের চারা বিতরণ করেছে। ৩০ আগষ্ট ২০১৫ খ্রি. রবিবার, বিকেলে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ৪১ টি ওয়ার্ডের ৫৫ জন কাউন্সিলরদের মাঝে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ করেন। পরে মেয়র নিজে লাল দীঘির পাড়ে আম্রপালি চারা রোপন করেন। ৪১ টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে বিতরণকৃত গাছের চারার মধ্যে ফলজ, বনজ ও ঔষধী চারা রয়েছে। তন্মধ্যে পেয়ারা, মেহগনি, হর্তকি, আকাশমমি, রেইনট্রি, চিকরাশি, কড়ুই, অর্জন, আমলকি, নিম, বহেড়া, কালাজাম, কাঠাল, বেল, ইত্যাদি চারা রয়েছে। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন। আলোচনা করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, নিছার উদ্দিন আহমদ মঞ্জু, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সাবের আহমদ সওদাগর
সচিব রশিদ আহমদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোং‘র ডিভিশনাল লিপ ম্যানেজার সাজেদুল করিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জোনের রিজিউনাল ম্যানেজার আবু আবদুল মোকতাদিম বক্তব্য রাখেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা হারুনুর রশিদ। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জণিত ক্ষতির প্রভাবে দক্ষিণ এশিয়ার ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয়াবহ জলবায়ুর প্রভাব থেকে জীবন বাঁচানোর জন্য বৃক্ষই একমাত্র অবলম্বন। বৃক্ষ ছাড়া মানুষ বা কোন প্রানী বাঁচেনা। তিনি উপকূলীয় ওয়ার্ড সহ সবগুলো ওয়ার্ডে ব্যাপক হারে বৃক্ষ লাগানো এবং পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন ২৫ হাজার নয় যত গাছের চারা দরকার হবে ততগুলো চারাই সরবরাহ করা হবে। সিটি মেয়র খালের পাড়, পুকুরের পাড়, বাড়ীর আঙ্গীনা,স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থানসহ উপকূল এলাকায় সর্বত্র গাছের চারা রোপন করার পরামর্শ দেন। তিনি বলেন, প্রতিটি চারার যতœ নিতে হবে যাতে কোন চারা ক্ষতিগ্রস্থ না হয় ।