৫ প্যাথলজি ৩ মোটরযানকে ৪২,৩০০ টাকা জরিমানা

0
84

ভ্রাম্যমাণ আদালত

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে ৫ প্যাথলজি ও ৩ মোটরযানকে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় ৪২ হাজার ৩শত টাকা জরিমানা করেছে। আজ বৃস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম এ আদালত পরিচালনা করেন।

উপজেলার শেভরণ ডায়াগনষ্টি সেন্টার, বোয়ালখালী প্যাথলজী সেন্টার, দ্যা এভারগ্রীণ ডায়াগনষ্টি সেন্টার, সেইফ লাইফ ডায়াগনষ্টি সেন্টার ও গ্রামীণ ডায়াগনষ্টি সেন্টার নামক ৫টি বেসরকারী প্রতিষ্ঠানকে মেডিসিন প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন ১৯৮২ এর ০২ ধারা, মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (১), (২) ধারা ও বি.এম ডি.সি আইন ২০১০ এর ২৯ ধারায় ৫টি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩ এর ১৫২ ধারায় ৩টি মামলায় ৪ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কাজী মাহবুবুল আলম জানান, ‘রাষ্ট্রীয় স্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।’