৬০ লক্ষ টাকার ইয়াবাসহ ৩ জন পাচারকারী আটক

0
80
ফাইল ছবি

টেকনাফে ৪২বিজিবির জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে ৬০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা সহ ৩ জন পাচারকারীকে আটক করেছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সুত্র জানায়, ৫ জুলাই রবিবার দুপুর ১২টার দিকে নাজিরপাড়া বিওপির জওয়ানেরা নাজিরপাড়াস্থ ৩নং স্লইস গেইট এলাকার নাফ নদীতে অভিযানে চালিয়ে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে।

টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মেজর আবু রাসেল সিদ্দিকী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান- “নাজিরপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ৫ জুলাই দুপুর ১২.৩০ ঘটিকায় নাজিরপাড়া বিএসপি পোষ্টের পার্শ্বে ১টি মাছ ধরার নৌকা হতে ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াব ট্যাবলেটসহ ৩ জন আসামীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছে- মোঃ শফিক আলম (২৪), পিতা-মৃত মকবুল আহম্মেদ, গ্রামঃ উত্তর নাজিরপাড়া, মোঃ সৈয়দ নূর (২৮), পিতা-মৃত নুর আহম্মদ, গ্রামঃ বড়হাবিবপাড়া, উত্তরমাথা, মোঃ করিম মোল্লা (৩২), পিতা-মৃত কালা মিয়া, গ্রামঃ নাজিরপাড়া চকবাজার টেকনাফ।

উল্লেখ্য যে, টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিএসপি পোষ্টের পার্শ্বে ওঁৎপেতে থাকে। সময় আনুমানিক ১২.৩০ ঘটিকায় টহল দল একটি মাছ ধরার নৌকা নাফ নদী হতে নাজিরপাড়া বিএসপি পোষ্টের পার্শ্বে নাফ নদীর কিনারায় আসলে টহল দল নৌকায় থাকা লোকদেরকে চ্যালেঞ্জ করে। তখন নৌকা হতে লাফ দিয়ে ৩ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাঁওয়া করে উল্লেখিত ৩ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে জালের মধ্য হতে স্কচটেপ দিয়ে মোড়ানো ২টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। প্যাকেট ২টি খুলে গননা করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত নৌকা ও জাল টেকনাফ শুল্ক গুদামে জমা করতঃ ইয়াবা ট্যাবলেট টেকনাফ থানায় হস্তান্তর করে ধৃত আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে”।