৭১ কোটি টাকায় আরকান সড়কের উন্নয়ন

0
112

শিঘ্রই আরকান সড়ক উন্নয়ন কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ শে জুলাই উদ্বোধন হবে এই সড়কের উন্নয়ন কাজ। চসিকের উদ্যোগের প্রকল্পটি বাস্তবায়িত হবে।

কাজের সুবিধার্থে বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত এলাকাকে ১২টি লটে ভাগ করা হয়েছে। প্রায় ৫ কিলোমিটার এই সড়কের জন্য ব্যয় হচ্ছে ৭১ কোটি টাকা। এডিপি’র অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে টাইগারপাস চট্টগ্রাম সিটি কর্পোরেশন কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ নগরীর এ তিন সড়ক উন্নয়নে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের সাথে এক মতবিনিময় সভায় সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন এই তথ্য জানান। তিন সড়কগুলো হলো আরকার রোড়,বায়েজিদ বোস্তামী রোড় ও এয়ারপোর্ট রোড়। সভায় ঠিকাদারগন তাদের পরিচয় দিয়ে সিটি মেয়রের সাথে পরিচিত হন। বায়েজিদ বোস্তামী রোড়ে ২ লটে ২৪ কোটি টাকা এবং এয়ারপোর্ট রোড়ে ৪ লটে ৪১ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এসব ঠিকাদারের নিকট থেকে সিটি মেয়র কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। ঠিকাদাররা তাদের কাজের অগ্রগতি সম্পর্কে সিটি মেয়রকে অবহিত করেন। এই সময় তিনি কাজের গুণগত মান অক্ষুন্ন রেখে নিদিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করেন। প্রায় ৪ ঘন্টাব্যাপি এ বৈঠকে সিটি মেয়র, কর্পোরেশনের কর্মকর্তা ও ঠিকাদারদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বৈঠকে সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন ঠিকাদারের উদ্দেশ্য করে কোন প্রকার অনৈতিক কর্মকান্ডে জড়িত না হয়ে দেশ ও জাতির ক্ষতি করার থেকে বিরত থাকার নির্দেশ দেন । তিনি বলেন আমার অফিস সম্পুর্ণ দুর্নীতি মুক্ত। কেউ দুর্নীতি করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আপনারা আমাকে বলুন,আমার অফিসের ওমুক ঘুষের টাকা দাবী করেছে। আমি তৎক্ষনিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করব না। ঠিকাদারের উদ্দেশ্যে মেয়র সক্ষমতার বাইরে গিয়ে কাজ না নেওয়ার আনুরোধ জানান। অধিক লাভের আশায় একসাথে একাধিক কাজ না নিয়ে নির্মাণ সামগ্রীর গুণগত মান অক্ষন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন মেয়র। এই প্রসঙ্গে তিনি বলেন ২৪ জুলাই আরকান রোড়ের উন্নয়ন কাজ শুরু হবে। এতে কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো প্রকার আপোষ করবে না চসিক। তাই তিনি এই সড়কে নিয়োজিত সর্বস্তরের দায়িত্বশীলদের সার্বক্ষনিক তদারকী করার নির্দেশ দেন।এই সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমেদ, আই.ই.বি. চট্টগ্রামের প্রাক্তন চেয়ারম্যান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, কামরুল ইসলাম, আনোয়ার হোছাইন, আবু সালেহ, নির্বাহী প্রকৌশলী অসিম বড়–য়া, আবু সিদ্দিক, শাহিনুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান টিএস এসোসিয়েশন এর স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন, আইএনজেবির আশীষ কুমার দাশ, এমএস এবির মো. আলাউদ্দিন আলম, আহসান এন্টারপ্রাইজের মো. শহীদুল ইসলাম,তাসহিদ এন্টারপ্রাইজের মো. ফরহাদুল ইসলাম, আরটিইবির মো. ইলিয়াছ চৌধুরী, বিকিউসিজেবির মো. রোকন, ব্রাদার্স জেবির মো. রোকন, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, প্রগতি এন্টারপ্রাইজ এর মো. মঞ্জরুল হক, চসিক কন্ট্রাকটর এসোসিয়েশনের সাধারন সম্পাদক আহসান উদ্দিন।