৭ নভেম্বর জাতির জন্য একটি অবিস্মরণীয় দিন

0
72

মহান ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির জন্য ঐতিহাসিক দিন উল্লেখ করে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই দিনে সিপাহী জনতা একত্রিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন।

%e0%a7%ad-%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bfতিনি বলেন, সরকার প্রশাসনের উপর ভর করে টিকে আছে, বিএনপির জনসমর্থনকে ভয় পায় বলেই লাল দিঘীর মাঠে জনসভার অনুমতি দেয়নি। সরকার ফ্যাসিস্ট কায়দায় দেশ শাসন করছে। তারা গণতন্ত্র চায় না। গণতন্ত্রের লেবাসে দেশে স্বৈরাতন্ত্র চালাচ্ছে।

রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এ সভার আয়োজন করে নগর ছাত্রদল।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতির জন্য একটি অবিস্মরণীয় দিন উল্লেখ করে ডা.শাহাদাত হোসেন বলেন, এই দিনে সিপাহী-জনতা একত্রিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্তি করেছিল।

তিনি বলেন, সরকার বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশের অনুমতি দিচ্ছে না, এতে বুঝা যায় সরকারের পায়ের তলায় মাটি নেই। সরকারের নৈতিক পরাজয় হয়েছে।

%e0%a7%ad-%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bfপ্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, দেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আছে স্বৈরাতন্ত্র, এ সরকার ৭৫’র ন্যায় দেশে একদলীয় বাকশাল কায়েমের পায়তারায় লিপ্ত।

নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, নবাব খান, নগর ছাত্রদল সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জালালুদ্দীন সোহেল, মহিলা দল নেত্রী মাহমুদা সুলতানা ঝর্ণা, সাবেক ছাত্রদল নেতা মো. মুছা, কোতোয়ালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান রিপন, বাকলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।