‘‘‘সমাজের পরিবর্তন-উন্নয়ন নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে’’

0
94

মুক্ত গার্মেন্টসচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আজকের সমাজে যে পরিবর্তন এবং উন্নয়ন হয়েছে তা পুরুষের একার চেষ্টায় নয় বরং নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায়। অগ্রযাত্রার এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে আতœপ্রকাশ করবে। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০৩০ সালের মধ্যেই সম অধিকারের একটি বাসযোগ্য পৃথিবী গড়ে উঠাই আন্তর্জাতিক নারী দিবসে সবার প্রত্যাশা। ৮ মার্চ মঙ্গলবার বিকেলে নন্দনকাননস্থচসিক থিয়েটার ইন্সটিটিউটে আয়োজিত বাংলাদেশ মুক্ত গার্মেন্টস্ ফেডারেশন এর উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিগফ সভাপতি নমিতা নাথ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মিসেস ওয়াসিকা আয়শা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি বখতেয়ার উদ্দিন খান, সাবেক শ্রমিক নেতা ও আওয়ামীলীগ নেতা মাহবুব মিন্টু, সফি বাঙালী, মোহাম্মদ মোস্তফা কামাল, বিগফ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক নেতা আবদুল নবী লেদু, বিপনী বিতান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন বিগফ নেত্রী বাপ্পী দেব বর্মন, মৌসুমী চক্রবর্তী, মো. আলাউদ্দিন, নুর জাহান, নিপা আক্তার, মর্জিনা বেগম, সুমিতা সরকার ও সাগরিকা, নাসিরাবাদ, কালুরঘাট বেসিক ইউনিয়ন নেত্রীবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে নারীর ক্ষমতায়নে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বর্তমান সরকারের বলিষ্ট পদক্ষেপ ও নেতৃত্বে নারী উন্নয়ন আজ দৃশ্যমান। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কুটনীতিক, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষকারী, শান্তি রক্ষা মিশন সহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশ গ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান জননন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করায় নারীর ক্ষমতায়নে শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিগফ এবং বেসিক ইউনিয়নের পক্ষ থেকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ফুল দিয়ে বরণ করে নেন।