‘চসিক বছরে ৫০ কোটি টাকা ভূর্তূকী দিচ্ছে শিক্ষা-স্বাস্থ্য খাতে’

0
79

নবীন বরণচট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত দেওয়ানহাট কলেজের এইচ এস সি পরীক্ষার্থী বিদায়, নবীন বরন, বার্ষিক মিলাদ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বছরে ৫০ কোটি টাকা ভূর্তূকী দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবা দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ সেবার বিনিময়ে সিটি কর্পোরেশন ১ টাকাও ট্যাক্স নিচ্ছে না। মেয়র বলেন, সিটি কর্পোরেশন ১০ টাকার বিনিময়ে স্বাস্থ্য সেবা দিচ্ছে। মাসে প্রায় ৩০ হাজার রোগী সেবা পাচ্ছে। তিনি বলেন, শিক্ষা বিস্তারে ও মানসম্মত শিক্ষার জন্য সরকারের পাশাপাশি সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেয়র বলেন, দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজকে ডিগ্রীতে উন্নিত করন, অনার্স কোর্স চালুকরন সহ বিশ্ববিদ্যালয় কলেজে উন্নিত করার পরিকল্পনা রয়েছে। তিনি এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে জ্ঞাণে ও গুনে সুনাগরিক হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। মেয়র বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতায় পরিপূর্ণ মানুষ হয়ে নিজ পরিবার, সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। নবীন বরণ ২ ২২ মার্চ মঙ্গলবার বিকেলে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মাহমুদুল হক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ঝিনু আরা বেগম, শিক্ষার্থী পূজা দে ও আবুল হাসনাত। অনুষ্ঠান মঞ্চে কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, সমাজ সেবক আবদুল মান্নান ফেরদৌস, হাজী ইদ্রিস কাজেমী, হাজী ইব্রাহিম মিয়া, কাজী আনোয়ার মাষ্টার, আনোয়ার খান, এম এ হান্নান পলাশ, আবদুর রশিদ লোকমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।