বস্তি উন্নয়নে জাইকার সাথে চসিক’র চুক্তি স্বাক্ষর

0
85

জাইকার সাথে চুক্তিজাইকা’র অর্থায়নে সিটি গর্ভনেন্স প্রজেক্টের আওতায় নগরীর ৫ নং মোহরা, ৯ নং উত্তর পাহাড়তলী, ১৪ নং লালখান বাজার, ৩৪ নং পাথরঘাটা এবং ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়র্ডের ১০টি বস্তি উন্নয়নের লক্ষে প্রতি বস্তিতে ৩টি সিডিসি গঠিত হয়। নগরীর এ সকল বস্তি উন্নয়নে সিটি কর্পোরেশন ও জাইকা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে ৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বস্তি উন্নয়ন বিষয়ে গঠিত কমিটি এবং সিডিসি নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। বৈঠকে মেয়র বস্তি উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে সংশ্লিষ্টদের যথাযথ নিয়মে দায়িত্ব পালন করে বস্তিবাসীদের কল্যাণ নিশ্চিত করার আহবান জানান। বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত বস্তি উন্নয়ন কর্মকর্তা এ কে এম রেজাউল করিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র বস্তি উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার দাশ, সোসিও ইকনোমিষ্ট মো. মাহমুদুল হাসান চৌধুরী ও চসিক জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ অন্যরা উপস্থিত ছিলেন।