সরকারের ব্যর্থতা ও লুটপাটের কারনেই যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করেছে।

0
151

শনিবার বিকেলে নগরীর লালখাঁন বাজার ওয়ার্ডের চাঁনমারী রোডে স্থানীয় বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২’তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান বলেছেন‘সরকারের ব্যর্থতা ও লুটপাটের কারনেই যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করেছে। পদ্মাসেতুর টেন্ডার আহবান করে নিজেদের ব্যর্থতা ঢেকে সরকার নির্বাচনী বৈতরনী পার হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন । BNPnoman20130629090629বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন,পদ্মা সেতু এ সরকারকে দিয়ে হবে না,  তিনি  বলেছেন

দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক পদ্মাসেতু প্রকল্প বাতিল করেছে। বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়া সরকার পদ্মাসেতুর লোক দেখানো টেন্ডার আহবান করে নিজেদের ব্যর্থতা ঢেকে নির্বাচনী বৈতরনী পার হওয়ার চেষ্টা করছে।’

নোমান বলেন, “সরকার ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পাঁয়তারা করছে। তাদের সে ষড়যন্ত্র সফল হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।”সরকারের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।