স্মার্ট কনট্যাক্ট লেন্স

0
71

বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবার ডায়াবেটিস রোগীদের জন্য নিয়ে আসছে স্মার্ট কনট্যাক্ট লেন্স। এটি চোখে ব্যবহারের মাধ্যমে রক্তে শর্করার (গ্লুকোজ) মাত্রা নিয়ন্ত্রণ তাঁদের জন্য সহজ হবে। এই অভিনব লেন্স তৈরির প্রকল্পে যুক্ত গবেষক ব্রায়ান ওটিস ও বাবাক পারভিজ বলেন, তাঁরা চোখের পানিতে গ্লুকোজের মাত্রা নির্ণয়ে সক্ষম একটি লেন্স তৈরি করেছেন। এখন সেটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। অতি ক্ষুদ্র যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি একটি গ্লুকোজ সংবেদী (সেনসর) ওই নরম লেন্সের দুটি স্তরের মাঝখানে যুক্ত রয়েছে। তবে প্রযুক্তিটিকে ডায়াবেটিস রোগীদের দৈনন্দিন ব্যবহারের উপযোগী করে তুলতে আরও নিবিড় গবেষণা প্রয়োজন। এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এই লেন্স ব্যবহারের লক্ষ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি চিকিৎসা-গবেষণা পর্যালোচনা করা হয়েছে। এএফপি ও বিবিসি।