‘‘নারী শিক্ষা প্রসারে বাংলাদেশ অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে’’

0
172

বার্ষিক ক্রীড়া ২চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং উচ্চ বিদ্যালয় এর জন্য দু’টি ৬ তলা বিশিষ্ট ভবন নির্মান করা হবে। সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র সহযোগিতায় এ দু’টি ভবন নির্মিত হবে। তিনি বলেন, নগরীতে শিক্ষার সুযোগ প্রসারে লক্ষে সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির আসন সংখ্যা দ্বিগুন করা হবে। মেয়র বর্তমান সরকারকে শিক্ষা বান্ধব সরকার উল্লেখ করে বলেন, নারী শিক্ষা প্রসারে বাংলাদেশ অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার উপবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ এবং ঝড়ে পড়া রোধ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করনের মধ্যদিয়ে বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তিনি গরীব ও নিম্ন আয়ের পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ গ্রহন করে তাদের ভাগ্যের পরিবর্তনে অবদান রাখার আহবান জানান।বার্ষিক ক্রীড়া পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ এবং পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় দু’টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। ২০ মার্চ রবিবার সকালে বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. হারুন উর-রশিদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহজাহান, শিক্ষা ও স্বাস্থ্য ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস ফারজানা পারভীন, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমেদ ইলিয়াছ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর মো. আবু তৈয়ব। অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য আলহাজ্ব আবদুল করিম, কাজী শাহিনা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা জামাল আহমদ, মোহাম্মদ ইউসুফ, এয়ার মোহাম্মদ, নুর বেগম, রাজিয়া সুলতানা, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মনোয়ার জাহান বেগম, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে মহানগরীতে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কেউ একখন্ড জায়গা দান করলে ছদগায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত থাকবে। তিনি বলেন সিটি কর্পোরেশন পরিচালিত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা আছে সে সকল প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হবে। মেয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, দেশ গঠনে ছাত্রদের ভূমিকা অপরিসীম। ছাত্ররাই পারবে আগামীতে এ দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। তিনি শিক্ষার্থীদের নীতিবান ও মূল্যবোধের অধিকারী হয়ে লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বড় হয়ে মানুষের মত মানুষ হতে হবে এবং মা বাবার প্রতি দায়িত্ব ও কর্তব্য শতভাগ পালন করতে হবে।