গ্রিন এ্যাপারেলস্ জোন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে চসিক

0
104

নগরীর ভারী শিল্প এলাকা কালুরঘাটের ১১.৪৮ একর জায়গায় চিটাগাং গ্রিন এ্যাপারেলস্ জোন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ বিষয়ে বিজিএমই এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে । নানা জটিলতায় উক্ত এ্যাপারেলস্ জোন নির্মাণ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। ১৯৮৯ সনের ২৯ নভেম্বর সিডিএ থেকে উক্ত জায়গা লিজ দলিল মূলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রহণ করে। এ যাবত উক্ত জায়গাটি অব্যবহৃত থাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন পরিকল্পিত নগরায়ন কর্মসূচির আওতায় বিজিএমই’র সাথে উক্ত জায়গায় চিটাগাং গ্রিন এ্যাপারেলস্ জোন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। উক্ত জায়গায় মোহরা ত্রিরতœ সমবায় সমিতি নামে একটি বৌদ্ধ সংগঠন ভাবনাকেন্দ্র প্রতিষ্ঠা করে কিছু জায়গা দখল করে নিয়েছে এছাড়াও খানকায়ে গাউছিয়া নামে আলহাজ্ব ইউনুছ ফকির আল মাইজভান্ডারীর আওলাদ মোহাম্মদ মুছা ও তার পাঁচ ভাই কিছু জায়গা দখল করে রেখেছে। এছাড়াও প্রস্তাবিত এ্যাপারেল জোনের জায়গায় অনাকাংখিত কিছু মামলা রয়েছে। এসকল বিষয়গুলো সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ১২ জুলাই ২০১৭ খ্রি. সকালে প্রকৌশল বিভাগ,ম্যাজিষ্ট্রেট এবং বিজিএমইএ চট্টগ্রাম এর নেতৃবৃন্দকে নিয়ে উল্লেখিত জায়গা সরেজমিনে দেখতে যান। সেখানে তিনি খানকায়ে গাউছিয়া নামে এবং বৌদ্ধ সংগঠনের ভাবনাকেন্দ্র নামে অবৈধ কিছু স্থাপনা দেখতে পান। মেয়র সংশ্লিষ্ট দখলদারদের খোজ খবর নেন এবং তাদেরকে মেয়রের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের মতামত উপস্থাপনের নির্দেশনা দেন। এছাড়াও মেয়র বৌদ্ধপল্লী ঘুরে দেখেন সেখানকার সড়ক সমূহের উন্নয়নে প্রকল্প গ্রহণের জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন।