বিএনপি ক্ষমতায় গেলে বন্দর নিয়ে সব দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা

0
101

শনিবার বিকেলে বন্দর শ্রমিক দলের উদ্যোগে বন্দর রিপাবলিক কাবে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির bnp ctg 13.7বক্তব্যে সাবেক মন্ত্রী ও নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীঘোষণা দেন বিএনপি ক্ষমতায় গেলে বন্দর নিয়ে সব দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আমির খসরু বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করে অপশাসন চালু করেছে। দলীয় কিছু লোককে অবৈধ সুযোগ-সুবিধা দিয়ে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছে।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে বন্দরের প্রতিটি অব্যবস্থাপনা, দুর্নীতি খতিয়ে দেখা হবে। বন্দরকে সুশাসনের মাধ্যমে পরিচালনা করা হবে এবং দুর্নীতি থেকে ফিরিয়ে আনা হবে। বন্দরের সকল অনিয়ম, অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বন্দর শ্রমিক দল সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, বন্দর থানা বিএনপি সভাপতি এম এ আজিজ, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার, কাউন্সিলর হাসান মুরাদ, বিএনপি নেতা কামাল কোম্পানি, জাহিদ হোসেন, শ্রমিক দল নেতা মোহাম্মদ হারুন, এস এম জাকের, আবু বক্কর চৌধুরী বাপ্পি, মোহাম্মদ নুরুজ্জামান, ইসমাইল খান, মোহাম্মদ হারুনর রশিদ এবং জাহাঙ্গীর চৌধুরী।