আহমদীয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস

0
146

 

আজ ২৭ মার্চ’ দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা বাঘাইছড়ির আমতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ী অঞ্চল আমিল্যাস্থ একমাত্র শিক্ষা ব্যবস্থা আহমদীয়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক মোবাশে^র উর রহমানের সভাপতিত্বে এতে অতিথির বক্তব্য রাখেন আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও খ্যাতিমান প্রাবন্ধিক নেছার আহমদ, কাচলং ডিগ্রী জলেজের প্রফেসর কামাল হোসেন, প্রভাষক বাবু লালন কান্তি চাকমা, কাচলং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ভদ্রসেন চাকমা।
আলোচনা সভায় বক্তরা বলেন, “দুর্গম পাহাড়ী অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরো এগিয়ে নিতে না পারলে এই অঞ্চল পিছিয়ে যাবে। সরকার শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন করে চলছে এই অঞ্চল কোন দিন পিছিয়ে থাকবে না। এবং সেই আশায় রাখি সকলে।” পরে কৃতি শিক্ষর্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।